সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: নিরাপত্তা পরিষদ

সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: নিরাপত্তা পরিষদ

শেয়ার করুন

The United Nations Security Council meets to discuss the situation in the Middle East July 10, 2014 at the United Nations in New York. AFP PHOTO/Don Emmert (Photo credit should read DON EMMERT/AFP/Getty Images)

বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের সেনাবাহিনীর নিধনযজ্ঞের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বেশকিছু প্রস্তাব দিয়েছে সংস্থাটি। মিয়ানমার সরকারের প্রতি রাখাইনে রোহিঙ্গা গোষ্ঠীর ওপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধের জোরালো দাবি তোলা হয়। এ ব্যাপারে চীনেরও সম্মতি আদায় করা গেছে বলে জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

তবে মিয়ানমারকে নানা বিষয়ে সমর্থন দিয়ে আসা চীন কোনও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভেটো প্রদানের অবস্থান থেকে এখনো সরে আসেনি। নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেজের প্রতি একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের আহ্বান জানানো হয়। যিনি আগামী ৩০ দিনের মধ্যে মহাসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন ।