সহিংসতার পর প্রথমবারের মতো রাখাইন পরিদর্শনে সু চি

সহিংসতার পর প্রথমবারের মতো রাখাইন পরিদর্শনে সু চি

শেয়ার করুন

_98579822_f6641783-74af-4b8d-a8ee-3dcc16d7bad9বিশ্বসংবাদ ডেস্ক :

সহিংসতার পর সৃষ্ট রোহিঙ্গা সংকটের পর প্রথমবারের মতো রাখাইন সফরে গিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি।

মিয়ানমার সরকারের এক মুখপাত্র জানান, বুধবার রাখাইনের রাজধানী সিতউই’তে পৌঁছান তিনি। এরপর রাখাইনের উত্তরাঞ্চলে যেসব গ্রামে সহিংসতা হয়েছে ওইসব এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি রাখাইনে সহিংসতার জন্য ‘আরাকান স্যালভেসন আর্মি’কে দায়ী করেন তিনি।
_97749701_burninggawdutharya-1040594রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ চৌকিতে আরসা’র সশস্ত্র হামলার পরই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটিতে শৃংখলা রক্ষার স্বার্থে এই কর্মকান্ড চালায় বলেও মন্তব্য করেন সুচি।

এর আগে ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময় রাখাইনের দক্ষিণাঞ্চলে প্রথম যান সুচি। গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে পড়েন শান্তিতে নোবেল পাওয়া সুচি।