সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও ফ্রান্সে বুরকিনি নিষিদ্ধ

সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও ফ্রান্সে বুরকিনি নিষিদ্ধ

শেয়ার করুন

burqini-ban

বিশ্ব সংবাদ ডেস্ক:

মুসলিম নারীদের সাঁতারের বিশেষ পোশাক বুরকিনির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে ফ্রান্সের করসিকা দ্বীপের একটি আদালত।

এর আগে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত বুরকিনি নিষিদ্ধ করাকে স্থগিত করেন। এরপরও নতুন করে নিষেধাজ্ঞার আদেশ আসলো। মঙ্গলবার একটি মানবাধিকার কমিশনের করা আবেদনের শুনানি শেষে করসিকার স্থানীয় বাস্তিয়া আদালত এই আদেশ দেন।

আদালত বলেছেন, জনস্বার্থের কথা বিবেচনা করে বুরকিনি নিষিদ্ধ করা হচ্ছে। গত মাসে এক সৈকতে উত্তর আফ্রিকার এক পরিবারের সঙ্গে স্থানীয় এক পরিবারের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এর পরই সিসকো গ্রামের মেয়র অ্যাঙ্গে-পিয়েরে ভিভোনি বুরকিনি নিষিদ্ধ করেন।

আদালতের রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। সম্প্রতি নিস শহরের সৈকতে স্কার্ফ পড়া এক নারীর সঙ্গে পুলিশেল বিতণ্ডা হয়। ওই নারীকে জরিমানা করে রশিদে লেখা হয়, তিনি সাম্প্রদায়িক পোশাক পড়েছেন। যা ফ্রান্সের ঐতিহ্যের সাথে যায় না। এই ঘটনার পরই বুরকিনি নিষিদ্ধের বিতর্কটি আরও তীব্র হয়।