‘সরকারের সাথে কথা বলে আমাদের বাড়ি নিয়ে যাও’

‘সরকারের সাথে কথা বলে আমাদের বাড়ি নিয়ে যাও’

শেয়ার করুন

বোকো হারাম ভিডিও

এটিএন টাইমস ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী বোকো হারামের প্রকাশ করা এক ভিডিওচিত্রে নাইজেরিয়ার চিবোক শহরের একটি স্কুল থেকে অপহৃত হওয়া কিশোরীদের দেখানো হয়েছে।

ওই ভিডিওতে জঙ্গিরা বলেছে, চিবোক কিশোরীদের ছেড়ে দেয়া হবে, যদি কারাগারে আটক তাদের জিহাদিদের মুক্তি দেয়া হয়। ফুটেজে দেখা যায়, এক জঙ্গির পেছনে দাঁড়িয়ে এবং বসে আছে অর্ধ শতাধিক কিশোরী।

হিজাব পরা এক কিশোরীর সঙ্গে কথা বলতেও দেখা গেছে এক বোকো হারাম জঙ্গিকে। ওই কিশোরী কারাবন্দি জঙ্গিদের ছেড়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। কাবাকু ভাষায় বাবা-মায়ের উদ্দেশ্যে ওই কিশোরী বলেছে, সরকারের সঙ্গে কথা বলে আমাদের বাড়ি নিয়ে যাও।

২০১৪ সালের ১৪ এপ্রিল, উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নিও রাজ্যের চিবোক এলাকার একটি স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা। তাদের মধ্যে ২১৯ জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও চিবোক কিশোরীদের নিয়ে দুইটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়। যেখানে তাদের ওপর শারীরিক নির্যাতনের হুমকি দেয়া হয়েছিল।