সমালোচনার মধ্যে মালদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন

সমালোচনার মধ্যে মালদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন

শেয়ার করুন

_103544534_27754e7f-693a-47d1-96f9-1d32db2472feবিশ্বসংবাদ ডেস্ক :

বিরোধীদের কারচুপির অভিযোগ, স্বচ্ছতার অভাব আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যে মালদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।

মালদ্বীপের স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট দিতে শুরু করেছে সে দেশের ভোটাররা। প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকতে চাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভোট ফলাফল জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, তা নিয়ে এরইমধ্যে দেখা দিয়েছে সংশয়।

কারচুপির অভিযোগ তুললেও এই নির্বাচনে অংশ নিচ্ছে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদের দল। নির্বাচনে কড়া নজর রেখেছে ভারত আর চীন। পরিস্থিতির উন্নতি না হলে দেশটি ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন।

দেশটির নতুন নির্বাচন বিধি অনুযায়ী, পর্যবেক্ষকদের আলাদা করে ভোটারদের ব্যালট পেপার দেখার সুযোগ থাকছে না। এর ফলে ভোটের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি সাংবাদিকদের ভোটের সংবাদ সংগ্রহের ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়।