সমকামিতাকে বৈধতা দিলো ভারতের সুপ্রিম কোর্ট

সমকামিতাকে বৈধতা দিলো ভারতের সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

_103315123_049084226-1বিশ্বসংবাদ ডেস্ক :

এখন থেকে ভারতে সমকামিতা বৈধ। বৃহস্পতিবার এক যুগান্তকারী রায়ে সমকামিতাকে বৈধতা দিলো ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবারের প্রধান বিচারপতি দিপক মিশরার নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট বিচারক বেঞ্চ ভারতীয় দণ্ডবিধি ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করে এ রায় দেন। এখন থেকে সমকামিতাকে আর কোন অপরাধ হিসেবে গণ্য করা হবে না। ফলে দেশটিতে ১৫৮ বছরের ঔপনিবেশিক আইনের অবসান হলো।
b93feb27251242508382bcef5532a54d_18
এই রায়ের পর সমর্থনকারীরা উল্লাসে মেতে ওঠেন। ভারতীয় দণ্ডবিধিতে ৩৭৭ নম্বর ধারায়, একই লিঙ্গের মধ্যে যদি যৌন সম্পর্ক স্থাপন করাকে অপরাধ ধরা হতো। তাই দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলে আসছে সমকামী ও অধিকার কর্মীরা।

গত আগস্টে আদালত জানিয়েছিলো কারও যৌন চাহিদার ওপর ভিত্তি করে আলাদা করাটা তার বিরুদ্ধে সম্মানহানি ও বৈষম্য। এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারা থেকে অপরাধকে নির্মূল করার পক্ষে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সুরেশকুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশনের মামলায় সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেয়।