সন্ত্রাসী তালিকা থেকে মুরসিসহ দেড় হাজারেরও বেশি ব্যক্তির নাম বাদ

সন্ত্রাসী তালিকা থেকে মুরসিসহ দেড় হাজারেরও বেশি ব্যক্তির নাম বাদ

শেয়ার করুন

thumbs_b_c_106f27327753548f9a6a283eb1602c3dবিশ্বসংবাদ ডেস্ক :

সন্ত্রাসী তালিকা থেকে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিসহ দেড় হাজারেরও বেশি ব্যক্তির নাম বাদ দেয়ার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মুরসি ও ১৫৩৭ জন মিসরীয়’র করা আবেদনের প্রেক্ষিতে এই রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত। ওই তালিকায় মুরসি ছাড়াও বিখ্যাত ফুটবল তারকা মোহামেদ আবু ত্রেইকাও ছিলেন।

মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এর প্রতিবাদে আদালতে আপিল করেছিলেন মুরসি। ২০১২ সালে অনুষ্ঠিত  নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেন। আবারও তার পক্ষে-বিপক্ষে মানুষ রাস্তায় নামলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সেই অস্থিরতার মধ্যে সেনাপ্রধান ফাত্তাহ আল সিসির নেতৃত্বে মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিসরীয় সেনাবাহিনী। একপর্যায়ে বিভিন্ন অভিযোগে তাকে বন্দি করা হয়।