সংঘর্ষ, পুলিশের বাধা উপেক্ষা করে ভোট দিচ্ছে কাতালানবাসী

সংঘর্ষ, পুলিশের বাধা উপেক্ষা করে ভোট দিচ্ছে কাতালানবাসী

শেয়ার করুন

_98092386_042109562-1বিশ্বসংবাদ ডেস্ক :

পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়েই স্বাধীনতার দাবিতে স্পেনের কাতালানে গণভোট শুরু হয়েছে। কাতালুনিয়া প্রদেশের রাজধানী বার্সেলোনা এবং অন্যতম শহর জিরোনায় প্রচুর পুলিশ মোতায়েনের পরও, বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছেন স্বাধীনতাকামীরা।

স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।এর আগেই সড়কে ব্যারিকেড দিয়ে এবং ভোটকেন্দ্রের সামনে অবস্থান নিয়ে ভোটারদের বাধা দেয় পুলিশ। ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভোটাররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে গেছে পুলিশ। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে গত শনিবার বিকেল থেকেই স্কুল, কলেজ ও অনেক সরকারি দপ্তর দখল করে রেখেছে সাধারণ মানুষ। । স্পেন থেকে আলাদা হতে সম্প্রতি গণআন্দোলন জোরদার করে কাতালানবাসী। কিন্তু একে অবৈধ মন্তব্য করে গণভোট বাতিল করতে পুলিশ মোতায়েন করে স্পেন সরকার।