সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ নেতানিয়াহু

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ নেতানিয়াহু

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলের জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাবেক সেনাপ্রধান বেনি গান্তজের সঙ্গে সমান অবস্থানে আছেন তিনি।

বুধবার পাওয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী, কে সরকার গঠন করতে যাচ্ছেন তা এখনো নিশ্চিত নয়। দুই নেতাকেই এখন জোট সরকারের আশ্রয় নিতে হবে। ইতোমধ্যে কয়েকটি দল নেতানিয়াহুর প্রতি তাদের সমর্থন দিয়েছে। চূড়ান্ত ফলাফলের পর ইসরায়েলি প্রেসিডেন্ট রুভেন রিভলিন জয়ী দলের নেতাদের সঙ্গে কথা বলবেন এবং ৪২ দিনের মধ্যে সরকার গঠনের সময়সীমা বেঁধে দেবেন।

১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা রয়েছে। তবে নির্বাচনের মাঠে দুর্নীতির অভিযোগ আড়াল করে আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি দিয়ে সরব থেকেছেন নেতানিয়াহু।