শ্রীলঙ্কায় হামলা: অভ্যন্তরীর রাজনৈতিক অস্থিরতা-গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট

শ্রীলঙ্কায় হামলা: অভ্যন্তরীর রাজনৈতিক অস্থিরতা-গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট

শেয়ার করুন

https _cdn.cnn.com_cnnnext_dam_assets_190421152149-19-sri-lanka-blasts-04212019
বিশ্বসংবাদ ডেস্ক :

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় দায় কার ? সে উত্তর মিলেনি ৪৮ ঘন্টা পার হলেও। দেশে বিশ্লেষকরা বলছেন, দেশটির অভ্যন্তরীর রাজনৈতিক অস্থিরতা আর গোয়ান্দা ব্যর্থতা এ ঘটনায় স্পষ্ট।  নিয়ামক হিসেবে রয়েছে ধর্মের দোহাইয়ে বিশ্বব্যাপী চলমান সংঘাত। প্রতিবেশীর এই দূর্যোগে নিজেদের সদা সতর্ক থাকার পরার্মশ তাদের।

একের পর এক ভয়াবহ বোমা হামলায় রক্তাক্ত লঙ্কার মাটি। নিহত মানুষের সংখ্যা বাড়ছে ক্ষণে ক্ষণে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে, রক্ত বণ্যায় ভেসেছে শহরতলির তিনটি গির্জাসহ ফাইভ স্টার মানের তিনটি হোটেল।

অল্পের জন্য রক্ষা পেয়েছে কলম্বোর প্রধান বিমানবন্দর। এতে স্পষ্ট, যারাই এ হামলার ছক কষেছে, পুরো শ্রীলঙ্কাকে বিশ্বের সমানে অরক্ষিত প্রমাণ কারই ছিলো তাদের মূল লক্ষ্য।

প্রতিবেশী শ্রীলঙ্কার সাথে বরাবরই সু-সম্পর্ক বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, অতীতে সিরিজ বোমা হামলার স্বীকার হয়েছে বাংলাদেশও। অন্যদিকে হলি আর্টিজানের ক্ষত এখনো শুকায়নি। জঙ্গীবাদ দমনে সফলতাও দেখিয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। কারণ এমন হামলার বেশীরভাগই আত্মঘাতি।

একই সাথে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতবাসে গোয়েন্দা তৎপরতা অর্ন্তভূক্ত করার পরামর্শ তাদের। এতে দেশে কখন-কারা- কি উদ্দেশ্যে ঢুকছেন এরও ধারণা নিতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী।