শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গা একজন নিহত, কারফিউ জারি

শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গা একজন নিহত, কারফিউ জারি

শেয়ার করুন

_106938415_6d216e3f-3fc3-4ed8-b6e9-1f4aa2965ad3বিশ্বসংবাদ ডেস্ক :

শ্রীলঙ্কায় কারফিউ জারির পরও সহিংসতায় এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। পুতালাম জেলায় এক কাঠমিস্ত্রী তার নিজের কর্মস্থলেই দুর্বৃত্তদের হামলার শিকার হন। সহিংসতা মোকাবিলায় সরকার দেশে কারফিও জারি করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার রাতে ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রীকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে দাঙ্গাকারীরা। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে, চলমান দাঙ্গার মধ্যে দেশের সব নাগরিকের কাছে সহিষ্ণু আচরণের প্রত্যাশা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমেসিংহে। এর পাশাপাশি গুজব এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টের মাধ্যমে দেশের জনগণকে এই বার্তা দিয়েছেন তিনি।

রোববার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে  সেখানে মুসলিমবিরোধী দাঙ্গা শুরু হয়।  সোমবার পুলিশ দেশজুড়ে ছয় ঘণ্টার কারফিউ জারি করে। তবে জারিকৃত কারফিউ ভেঙেই সেখানে সহিংস তাণ্ডব চালানো হচ্ছে।