শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

শ্রীলঙ্কায় অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

মানবাধিকার আন্দোলনকর্মীদের ওপর নজরদারি, হয়রানি, পুলিশি নির্যাতন এবং নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অব্যবহারের অভিযোগ তুলেছে সংস্থাটি। যা সাম্প্রতিক সময়ে চরম পর্যায়ে পৌঁছেছে।

শ্রীলঙ্কার একজন মানবাধিকার কর্মীর বরাত দিয়ে জাতিসংঘ জানায়, অবৈধভাবে আটক ও নির্যাতনের মাত্রা দিনের দিন পর বাড়ছে। শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলে তামিল বিচ্ছিন্নতাবাদীদের লড়াই ২০০৯ সালে শেষ হয়। সে যুদ্ধে বিভিন্ন অপরাধের বিচারকাজ বিষয়ে জাতিসংঘ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে এ উদ্বেগ। দেশটিতে গৃহযুদ্ধকালীন বিভিন্ন অপরাধের বিচারের ধীরগতিরও সমালোচনা করেছে জাতিসংঘ।