শ্রীলঙ্কায় বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা চালু

শ্রীলঙ্কায় বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা চালু

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

পর্যটক আকৃষ্ট করতে বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা চালু করেছে শ্রীলঙ্কা। প্রায় ৫০টি দেশের নাগরিকরা এই সুযোগ পাবেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে পরবর্তী ছয় মাস পর্যন্ত এই ফ্রি ভিসা কার্যক্রম চলবে।

বুধবার দেশটির পর্যটনমন্ত্রী জন অমারাতুঙ্গা এ ঘোষণা দেন। তিনি বলেন, পর্যটক বা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে শ্রীলঙ্কা ভ্রমণ করবেন, তারা অন অ্যারাইভাল বা অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে ভিসা পাবেন। এ উদ্যোগ ব্যর্থ হলে পরে এটি বাতিল করা হবে বলে জানান মন্ত্রী।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল এবং গির্জায় ভয়াবহ বোমা হামলা হয়। এতে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। যার মধ্যে ৪২ জনই ছিলেন বিদেশি নাগরিক। হামলার পর বিভিন্ন দেশ শ্রীলঙ্কা ভ্রমণে সতর্কতা জারি করায় দেশটিতে বিদেশি পর্যটকদের সংখ্যা কমতে থাকে। এতে দেশটির পর্যটনখাতে ধস নামে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পর্যটকদের আশ্বস্ত করেছেন যে, শ্রীলঙ্কা এখন পর্যটকদের জন্য নিরাপদ। আবারো স্বাভাবিক অবস্থায ফিরে এসেছে।