শ্রীলঙ্কার শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার

শ্রীলঙ্কার শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার

শেয়ার করুন

_104521140_26571c51-e151-41b9-85a3-d6e441f5262b
বিশ্বসংবাদ ডেস্ক :

গৃহযুদ্ধ চলাকালে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার চিফ অব ডিফেন্স স্টাফ এডমিরাল রবীন্দ্র ভিজেগুনেরত্নকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গ্রেপ্তারি পরওয়ানা জারী হওয়ার পর ওই নৌ গোয়েন্দা কর্মকর্তা আদালতে উপস্থিত হন। সেখানে ফোর্ট ম্যাজিস্ট্রেট ৫ ডিসেম্বর পর্যন্ত রিমান্ড মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।

সরকারি কৌশলিদের দাবি, ২০০৮ থেকে ২০০৯ সালে বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের চুড়ান্ত পর্বে ১১ যুবক হত্যার প্রধান আসামিকে পালিয়ে যেতে সাহায্য করেন ভিজেগুনেরত্ন। তবে, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ওই সামরিক কর্মকর্তা।