শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিলকে বাসভবন ছাড়ার নির্দেশ

শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিলকে বাসভবন ছাড়ার নির্দেশ

শেয়ার করুন

_104040710_050206365বিশ্বসংবাদ ডেস্ক :

শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে আজকের মধ্যে সরকারি বাসভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষরা।

আল-জাজিরা জানায়: আগামী ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বাসভবন ছেড়ে দেওয়ার এই নির্দেশ দেয়া হলো। দেশটির এক পার্লামেন্ট সদস্য ভিমল ভিরাওয়ানসা সাংবাদিকদের বলেন, সম্মানজনকভাবে বাসভবন ছাড়তে রোববার সকাল ৮ টা পর্যন্ত সময় পাবেন সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে, রানিলের মন্ত্রিসভার সদস্যরা এই ঘটনাটিকে অগণতান্ত্রিক সেনা অভ্যুত্থান বলে আখ্যায়িত করেছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে রানিল পার্লামেন্টের স্পিকারকে সংকট সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, পার্লামেন্টে তার দলের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে।

গত শুক্রবার সিরিসেনা ক্ষমতাসীন জোট থেকে ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়েন্সকে সরিয়ে নিলে এই সংকটের সূচনা হয়। ক্ষমতাসীন জোটের নেতৃত্বে ছিলেন রানিল। ওই দিনই সিরিসেনা ৪ বারের প্রধানমন্ত্রী রনিল’কে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসাকে দায়িত্ব দেন।