শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত তিন

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত তিন

শেয়ার করুন

_98117090_001549894-1বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের জম্মু কাশ্মিরের শ্রীনগরে একটি বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়েছে।  এ ঘটনায় এক বিএসএফ সদস্যসহ নিহত হয়েছে তিনজন।

স্থানীয় সময় ভোর পৌনে  ৪টার দিকে শ্রীনগর সিভিল এন্ড টেকনিক্যাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই কঠোর নিরাপত্তায় বেষ্টিত এই ক্যাম্পটিতে হামলা হয়। হামলাকারীরা সংখ্যায় ছিলো ৪ জন।  বিএসএফের ১৮২ ব্যাটালিয়নের ৪ স্থরের নিরাপত্তা বেষ্টনি ভেঙে তারা ক্যাম্পে প্রবেশ করে গুলি চালাতে থাকে। এতে এক বিএসএফ সদস্য নিহত হয়।  এসময় বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালালে দুই হামলাকারী নিহত হয়। পালিয়ে যাওয়া ২ হামলাকারী আশপাশেই অবস্থান করছে বলে ধারনা করছে বিএসএফর কর্মকর্তারা। তাদের ধরতে এলাকাটি হেলিকপ্টার টহল দিচ্ছে।

শ্রীনগর সিভিল এন্ড টেকনিক্যাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের ভারতের উড়িতে একটি সামরিক ক্যাম্পে দুর্বৃত্তদের বোমা হামলায় ১৯  সেনা নিহত হন।