শেষ বিতর্কেও ট্রাম্পকে হারিয়ে দিলেন হিলারি

শেষ বিতর্কেও ট্রাম্পকে হারিয়ে দিলেন হিলারি

শেয়ার করুন

_91994372_hi035954102
বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত বিতর্কেও ট্রাম্পকে হারিয়ে দিলেন হিলারি ক্লিনটন। প্রথম দুইবারের মত শেষ বারেও পরস্পরকে আক্রমণ-পাল্টা আক্রমণে নিজেদের যুক্তি প্রতিষ্ঠার সক্রিয় ছিলেন, দুই প্রধান প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯ টা এবং বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭ টায় ফক্স নিউজ সানডে’র উপস্থাপক ক্রিস ওয়ালেসের সঞ্চালনায়, লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে শেষ হলো হিলারি-ট্রাম্পের শেষ বিতর্ক।

বিতর্কের শেষে সিএনএন এর তাৎক্ষনিক জরীপে, হিলারি ক্লিনটন ৫২ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। ট্রাম্প পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। এর আগের দুটি বিতর্কের পর জরিপ অনুযায়ী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে ছিলেন হিলারি।

৯০ মিনিটের বিতর্কে অভিবাসন, অর্থনীতি, সুপ্রিম কোর্ট, বৈদেশিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়াও এ একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেদের শারীরিক সক্ষমতা নিয়ে নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরেন দু’জনেই।

এসময় হিলারি ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট পুতিনের খেলার পুতুল হিসেবে তির্যক মন্তব্য করেন। অন্যদিকে ট্রাম্প হিলারিকে নোংরা নারী হিসেবে উল্লেখ করেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে স্কুল থেকে কলেজ পর্যন্ত লেখাপড়া ফ্রি  করে দিবেন বলে জানান হিলারি।