শেষ পর্যন্ত নোবেল পুরস্কার গ্রহণ করলেন বব ডিলান

শেষ পর্যন্ত নোবেল পুরস্কার গ্রহণ করলেন বব ডিলান

শেয়ার করুন

_95422939_gettyimages-614828912বিনোদন ডেস্ক :

শেষ পর্যন্ত নোবেল পুরস্কার গ্রহণ করলেন বব ডিলান। পুরস্কার প্রদান অনুষ্ঠানের তিন মাসেরও বেশি সময় পর সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করলেন তিনি।

সুইডেনের রাজধানী স্টকহোমে তাঁর পূর্বনির্ধারিত একটি কনসার্টের আগে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে ডিলানের হাতে পুরস্কারের মেডেল তুলে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি সুইডিশ একাডেমি। একাডেমির কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন যে ডিলান নোবেল বক্তৃতা দেবেন না।

প্রথাগতভাবে পুরস্কারের ৮০ লক্ষ ক্রোনার বা ৯ লক্ষ ডলার গ্রহণের পূর্বশর্ত হিসেবে ওই বক্তৃতা দিতে হয়। ধারণা করা হচ্ছে, বব ডিলান তাঁর রেকর্ড করা একটি বক্তব্য সুইডিশ একাডেমির হাতে তুলে দেবেন। যদি জুনের মধ্যে তিনি বক্তৃতা না পাঠান, তবে পুরস্কারের অর্থ তিনি পাবেন না। প্রথমবারের মত কোন গীতিকার হিসেবে নোবেল সাহিত্য পুরস্কার জিতেছেন বব ডিলান। এতোদিন এ পুরস্কারটি কবি-সাহিত্যিকরাই পেয়ে এসেছেন।