শুরুতেই বাণিজ্যনীতি সংস্কার ট্রাম্পের, নাগরিকদের ফিরিয়ে নেবে মেক্সিকো

শুরুতেই বাণিজ্যনীতি সংস্কার ট্রাম্পের, নাগরিকদের ফিরিয়ে নেবে মেক্সিকো

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

সরকারের শুরুর দিন থেকেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি সংস্কারে কাজ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বাণিজ্য নীতি পরিবর্তনের অংশ হিসেবে নর্থ অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা নাফটা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার বা নতুন করে আপসরফা করবে ট্রাম্প প্রশাসন।

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে নিজেদের অভিবাসীদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে মেক্সিকো। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো’র মুখপাত্র এদুয়ার্দো সানচেজ। তিনি সাংবাদিকদের জানান, তারা দেখবেন যুক্তরাষ্ট্রে কতো সংখ্যক অবৈধ অভিবাসী রয়েছেন। আর, তাদের কতজনকে সরিয়ে নেয়ার ঘোষণা দেয় মার্কিন সরকার। সেভাবেই পরবর্তী পরিকল্পনা তৈরি করবে মেক্সিকো।

তবে কাগজপত্রে সামান্য সমস্যা রয়েছে এমন মেক্সিকান অভিবাসীদের যুক্তরাষ্ট্রে রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলবে মেক্সিকো।