শিশু যৌন নিপীড়ন ধামাচাপ দেয়ায় আর্চবিশপের সাজা

শিশু যৌন নিপীড়ন ধামাচাপ দেয়ায় আর্চবিশপের সাজা

শেয়ার করুন

_102103556_c3f4e7c7-6b1a-4f6f-a954-05108685ddc8
বিশ্বসংবাদ ডেস্ক :

১৯৭০ সালে শিশু যৌন নীপিড়নের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে ১২ মাসের সাজা হয়েছে অস্ট্রেলিয়ার ক্যাথলিক আর্চবিশপ ফিলিপ উইলসনের।

বর্তমানে বিশ্বের সবচেয়ে জ্যেষ্ঠ আর্চবিশপ তিনি। যিনি এরকম একটি অপরাধের জন্য শাস্তি পেলেন। সাউথ ওয়েলসের এক আচবিশপের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেয়ায়, গত মাসেই তাকে দোষী সাব্যস্ত করে অস্ট্রেলিয়ার একটি আদালত।

মঙ্গলবার আদালত, উইলসনকে গৃহবন্দি রাখার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তবে বর্তমানে তার বয়স বিবেচনায় ছয় মাস পর তিনি প্যারোলের যোগ্য হবেন।

ম্যাজিস্ট্রেট রবার্ট স্টোন বলেন, আদালতের রায়ের পরও ওই ঘটনার জন্য ফিলিপি কোনো অনুশোচনা বা অনুতাপ প্রকাশ করেননি।