শান্তি আলোচনা নিয়ে আবারও উত্তাল কাশ্মীর

শান্তি আলোচনা নিয়ে আবারও উত্তাল কাশ্মীর

শেয়ার করুন

কাশ্মীর সংঘর্ষ

বিশ্ব সংবাদ ডেস্ক:

কাশ্মীরে শান্তি আলোচনাকে কেন্দ্র করে আবারো ফুসে উঠেছে ভারতের এই উপত্যকার মানুষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে পার্লামেন্টে থাকা সব দলের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি রোববার শ্রীনগরে শান্তি আলোচনা শুরু করেছে। কিন্তু এই আলোচনাকে লোক দেখানো উল্লেখ করে তা বর্জন করে বিক্ষোভ করেছেন কাশ্মীরের মানুষ।

সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। মিছিল থেকে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে স্লোগান দেওয়া হয়। তাদের ছত্রভঙ্গ করতে আবারও ছররা গুলি নিক্ষেপ করে পুলিশ।

গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি নিহত হন। এঘটনায় কাশ্মীরজুড়ে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৫৮ দিনের সংঘর্ষে অন্তত ৭৩ জন নিহত হন। অন্ধ হয়ে গেছেন অনেক মানুষ।