শান্তিচুক্তির খসড়া পরিকল্পনায় সম্মত মার্কিন ও তালেবানরা

শান্তিচুক্তির খসড়া পরিকল্পনায় সম্মত মার্কিন ও তালেবানরা

শেয়ার করুন

_105369869_41d1d4c2-0b3d-4f64-b704-4619ce987e99বিশ্বসংবাদ ডেস্ক :

আফগানিস্তানে ১৭ বছর ধরে চলা সংঘাতে অবসান ঘাটাতে একটি শান্তিচুক্তিতে খসড়া পরিকল্পনায় সম্মত হয়েছে মার্কিন ও তালেবান মধ্যস্ততাকারীরা।

গত সপ্তাহে কাতারে তালেবান ও মার্কিন আলোচকদের মধ্যে ৬দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি খলিলজাদ আফগান সরকারকে ওই বৈঠক সম্পর্কে অবহিত করতে বর্তমানে কাবুলে অবস্থান করছেন। নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, চূড়ান্ত চুক্তিতে পৌছানো আগে তারা একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবিসিকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারে নির্দষ্ট তারিখ ঘোষণা করা হলে, তারা সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, তালেবানদের প্রতি সোমবার আবারো আলোচনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের মাটিকে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে তালেবানরা। যুক্তরাষ্ট্রও চাইছে, তাদের সেনা প্রত্যাহারের পর, সেদেশে যেনো কোনো জঙ্গিগোষ্ঠী প্রশ্রয় না পায়।