লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক শরণার্থী নিখোঁজ

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক শরণার্থী নিখোঁজ

শেয়ার করুন

124789444ff140e59199fb22e817a2b3_18এটিএন টাইমস ডেস্ক:

লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ১শ’জন অভিবাসনপ্রত্যাশী বা শরণার্থী নিখোঁজ হয়েছেন। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ৩০ কিলোমিটার দুরে শরণার্থীবাহী নৌকাটি ডুবে যায়।

ইতালিয়ান কোস্ট গার্ডের সদস্যরা কয়েক ঘন্টার চেষ্টা চালিয়ে অন্তত ৮ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া ৮টি মৃতদেহও উদ্ধার করেছে তারা। ইটালিয়ান কোস্টাগার্ডের নেতৃত্বে সেখানে উদ্ধার অভিযান চলছে। এ তৎপরতায় যোগ দিয়েছে ফরাসি নৌবাহিনীর দুটি জাহাজও।

তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার শিকার নৌকাটিতে কোন্ দেশের নাগরিক ছিলেন, তা এখনো জানা যায়নি। উন্নত জীবনের আশায় আফ্রিকা এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও অন্যান্য দেশ থেকে অবৈধভাবে দুর্গম সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে হাজার হাজার মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর তথ্যমতে, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।