লিবিয়ায় নৌকাডুবিতে দুই শতাধিক অভিবাসীর মৃত্যু শঙ্কা

লিবিয়ায় নৌকাডুবিতে দুই শতাধিক অভিবাসীর মৃত্যু শঙ্কা

শেয়ার করুন

নৌডুবি নৌকা ডুবিবিশ্ব সংবাদ ডেস্ক:

লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২শ ৩৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়, এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত উদ্ধার করা গেছে। মৃতদেহ পাওয়া গেছে ১২টি। বুধবার ২৬ ও ১শ ৩০ জন অভিবাসী নিয়ে দুটি রাবারের নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই অধিকাংশ যাত্রী সাগরে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার যাত্রীরা পশ্চিম আফ্রিকার অধিবাসী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, সর্বশেষ এ দুটি নৌকাডুবির ঘটনায় চলতি বছর ভূমধ্যসাগরে ডুবে মারা গেল ৪ হাজার ২শ ২০ অভিবাসী।