লিবিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২২

লিবিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২২

শেয়ার করুন

_90616751_mediaitem90616750বিশ্বসংবাদ ডেস্ক :

লিবিয়ার বেনগাজীতে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

লিবিয়ান ন্যাশনাল আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার গ্রুপকে লক্ষ্য করে মঙ্গলবার এই হামলা চালানো হয়। শক্তিশালী ওই বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় বিধস্ত হয়ছে তিনতলা একটি বাড়ি। সশস্ত্র বিদ্রোহী গ্রুপ, রিভোল্যুশনারী শুরা কাউন্সিল, এই হামলার দায় স্বীকার করেছে।

দুই বছর আগে,হানাহানির অভিযোগে শুরা কাউন্সিলের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল খলিফা হাফতার গ্রুপ। ওই অভিযানের প্রতিশোধ নিতে, এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে শুরা কাউন্সিল। ২০১৪ সাল থেকে বেনগাজির পূর্বাঞ্চলে নিজেদের মতো সরকার পরিচালনা করছে হাফতার গ্রুপ। পরে জাতিসংঘ সমর্থিত সরকার ক্ষমতা নিলে তাদেরকে সমর্থন করেছে তারা। আর, পশ্চিমাদের বসানো সরকারের বিরোধীতা করেছে শুরা কাউন্সিল।