লিবিয়ার সিরতে নগর আবারও সেনাবাহিনীর দখলে

লিবিয়ার সিরতে নগর আবারও সেনাবাহিনীর দখলে

শেয়ার করুন

5d28d15c28a74e469037ae51af306483_18

এটিএন টাইমস ডেস্ক:

আইএস জঙ্গিদের কাছ থেকে লিবিয়ার উপকূলীয় নগরী সিরতে আবারও পুনরুদ্ধার করেছে লিবিয়ান সেনাবাহিনী।

বুধবার আল-জাজিরা জানায়, দেশটির নগরীর কেন্দ্রীয় ‘ডিস্ট্রিক্ট টু’ নিজেদের দখলে নিয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী শিগগির সমগ্র শহরের পুনর্দখল নিতে সমর্থ হবেন তারা।

মঙ্গলবার সিরতের পার্শ্ববর্তী শহর মিসতারায় ‘ডিস্ট্রিক্ট টু’ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর এখন ‘ডিস্ট্রিক্ট ওয়ান’ দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে লিবিয়ার সেনাবাহিনী। এটিই এই নগরীতে আইএস-এর দখলে থাকা সর্বশেষ এলাকা।

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সিরতে নগরী গত বছর থেকে আইএস-এর দখলে রয়েছে। চলতি বছরের মে মাস থেকে জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যের সরকার সিরতে পুনরুদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।