লাওসের কাছে অনুতপ্ত ওবামা

লাওসের কাছে অনুতপ্ত ওবামা

শেয়ার করুন

LAOS-OBAMA

বিশ্ব সংবাদ ডেস্ক:

ভিয়েতনাম যুদ্ধের সময় প্রতিবেশী দেশ লাওসে বোমা বর্ষণ করেছিল মার্কিন সামরিক বাহিনী। মৃত্যু হয়েছিল হাজার হাজার মানুষের।

১৯৬৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত চলা সেই যুদ্ধের ভয়াবহতার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসিয়ান সম্মেলনের জন্য এখন লাওসে রয়েছেন ওবামা।

সেখানে একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার আগে, লাওসের এক নাগরিক সেই ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, সে সময় বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছিল মার্কিন সামরিক বাহিনী।

এরপর ওবামা তার বক্তৃতায় বলেন, আমি বিশ্বাস করি লাওসের সেই যন্ত্রণা প্রশমনে নৈতিক দায়বদ্ধতা থেকে যুক্তরাষ্ট্রের কিছু করার আছে। আমরা অনুতপ্ত। অর্থনৈতিক উন্নয়নে এরই মধ্যে লাওসকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।