লন্ডন হামলাকারী ৩ জনেরই নাম প্রকাশ

লন্ডন হামলাকারী ৩ জনেরই নাম প্রকাশ

শেয়ার করুন

_96365539_buttredouaneandzaghbaবিশ্বসংবাদ ডেস্ক :

লন্ডন হামলার ঘটনায় তৃতীয় হামলাকারীর নাম প্রকাশ করেছে বৃটিশ পুলিশ। ২২ বছর বয়েসি এই তৃতীয় হামলাকারীর নাম ইউসুফ জাঘবা। সে মরক্কোর বংশদ্ভুত ইতালিয়ান নাগরিক বলে জানা গেছে।

এর আগে দুজন হামলকারীর নাম প্রকাশ করা হয়। তাদের একজন হচ্ছেন ২৭ বছর বয়েসি পাকিস্তানী বংশদ্ভুত খুররম ভাট এবং ৩০ বছর বয়েসি রাশিদ রেদওয়ান। দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা।

এদিকে নিহতদের মধ্যে আরো একজনের নামও প্রকাশ করেছে বৃটিশ পুলিশ। অস্ট্রেলিয়ার নার্স ক্রিস্টিন বাডেন নামের এই ২৮ বছর বয়েসি নারী হামলার সময় লন্ডন ব্রিজ পাড় হচ্ছিলেন।

গত শনিবার জাঘবা, খুররম এবং রাশিদ রেদওয়ান নামের ৩ হামলাকারী লন্ডন ব্রিজ ও বরো মার্কেট এলাকায় পথচারীদের ওপর একটি ভ্যান উঠিয়ে দেয় এবং পরে ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে কমপক্ষে ৭ জন প্রাণ হারায়। আহত হয় অর্ধশত মানুষ। পরে পুলিশের গুলিতে ৩ হামলাকারীই মারা যায়। এদিকে ব্রিটেনের ১৩০ জন ইমাম ও ধর্মীয় নেতা লন্ডন হামলাকারীদের জানাজা পরাতে অস্বীকৃতি জানিয়েছেন।