রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে মিয়ানমারের আদালত

রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে মিয়ানমারের আদালত

শেয়ার করুন

NNTQMEUDGQI6RD3MI3FUHY7TAYবিশ্বসংবাদ ডেস্ক ;

কারাবন্দী রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য হস্তগত করার অভিযোগ এনেছে মিয়ানমারের একটি আদালত। ৬ মাস শুনানীর পর গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে চলা এই বহুল আলোচিত মামলার রায় দিলো আদালত।

ইয়াংগুনের জেলা জজ ই-লুইন ৩২ বছর বয়সী রিপোর্টার ওয়া লোন ও ২৮ বছর বয়সী রিপোর্টার কিয়াও সোকে কলোনিয়াল এরা অফিসিয়াল সিক্রেট এক্ট ভঙ্গের দায়ে অভিযুক্ত করেন। এই অপরাধের শাস্তি হিসেবে ১৪ বছরের কারাদন্ড হতে পারে তাদের। তবে নিজেদের নির্দোষ দাবি করেছেন উভয়ে।

গত ডিসেম্বরে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময়ে আটক করা হয় ঐ দুই সাংবাদিককে।