রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ কানাডার

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ কানাডার

শেয়ার করুন

bob_rae.jpg.size.custom.crop.890x650বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে চাপ সৃষ্টি করতে মিয়ানমারে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার এক বিবৃতিতে সাবেক এমপি বব রেই উইলকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়ার কথা জানান তিনি।

রোহিঙ্গাদের জন্য কানাডার মানবিক সহায়তা দ্বিগুণ করার ঘোষণা দেন ট্রুডো। তিনি জানান, তার দেশ ৯ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে।

রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে এবং সার্বিক সংকট নিরসনে দূতকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহবান জানান তিনি। কিভাবে রোহিঙ্গাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায় সেই ব্যাপারে ট্রুডোকে পরামর্শ দেবেন রেই।