রোহিঙ্গা নির্যাতনে অভিযুক্ত মায়ানমারের এক জেনারেল বরখাস্ত

রোহিঙ্গা নির্যাতনে অভিযুক্ত মায়ানমারের এক জেনারেল বরখাস্ত

শেয়ার করুন

DO5VUUDYSQI6RLCOIIPPOFSZEM
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় অভিযুক্ত জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করেছে মিয়ানমার। দেশটির সাত সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপিয় ইউনিয়ন ও কানাডা নিষেধাজ্ঞা আরোপের পরদিনই এই ব্যবস্থা নিলো মিয়ানমার সরকার।

তবে দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের ফেসবুক পোস্টে বরখাস্তের কারণ হিসেবে রোহিঙ্গা নিধনে জড়িত থাকার কথা স্বীকার করা হয়নি। তিনি বলেছেন, চেকপোস্টে সশস্ত্র হামলা মোকাবেলা করতে না পারায় মং মং সোয়েকে বরখাস্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া আরেক লেফটেন্যান্ট জেনারেল অং কিয়াও জিউকে গত ২২ মে স্বাস্থ্যগত দুর্বলতার কারণে পদত্যাগ করতে বাধ্য করা হয়। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, এই পদক্ষেপের মাধ্যমে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।