রোহিঙ্গা নির্যাতনের নতুন আলামত পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

রোহিঙ্গা নির্যাতনের নতুন আলামত পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

শেয়ার করুন

201709asia_thailand_rohingyaবিশ্বসংবাদ ডেস্ক :

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের নতুন আলামত পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

প্রত্যক্ষদর্শী এবং স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সংগঠনটির এশিয়াবিষয়ক উপ পরিচালক ফিল রবার্টসন মনে করেন, রাখাইনের মং নু গ্রামে গত ২৭ আগস্ট সংঘটিত হত্যা ও যৌন নির্যাতনের ঘটনা মিয়ানমারের সামগ্রিক মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরছে।201710asia_burma_damagemaungnuপ্রত্যক্ষদর্শীরা হিউম্যান রাইটস ওয়াচকে জানায়, সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে নিরাপত্তার জন্য একটি আবাসিক কম্পাউন্ডে আশ্রয় নেয়া গ্রামবাসীদেরকে পিটিয়ে, যৌন নির্যাতন চালিয়ে, ছুরিকাঘাত এবং গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে মিয়ানমারের সেনারা।

পালানোর চেষ্টা করার সময় অন্যদেরও হত্যা করা হয়। তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মং নু এবং পার্শ্ববর্তী হপং তো পিন গ্রামগুলো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে, পূর্ব নির্ধারিত মিয়ানমার সফরে যাচ্ছেন না ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস।