রোহিঙ্গা নির্যাতনের তীব্র নিন্দা মাহাথিরের

রোহিঙ্গা নির্যাতনের তীব্র নিন্দা মাহাথিরের

শেয়ার করুন

mahathir-at-unবিশ্বসংবাদ ডেস্ক :

রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনের চতুর্থ দিন এ নিন্দা জানান তিনি।

শুক্রবার মানব পাচার, অভিবাসন ও শরণার্থী সমস্যা নিয়ে জাতিসংঘে বিশ্ব নেতারা আলোচনা করেন। এ সময় বিশ্বজুড়ে ক্রমোবর্ধমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক টানাপোড়েনের সমালোচনা করেন মাহাথির। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, বিশ্ব সম্প্রদায় এ বিষয়ে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেনি।

তিনি বলেন, প্রত্যেকটি দেশ স্বাধীন ও সার্বভৌম। কিন্তু নাগরিকদের ওপর নির্যাতন  ও অত্যাচার করার অধিকার কোন দেশেরই নেই। ১৫ বছর আগের তুলনায় বিশ্ব পরিস্থিতি অনেকটাই নিকৃষ্ট হয়ে গেছে বলে উল্লেখ করেন ৯৩ বছর বয়স্ক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।