রোহিঙ্গা ইস্যুতে সুচিকে ভূমিকা রাখার আহ্বান আসিয়ানের

রোহিঙ্গা ইস্যুতে সুচিকে ভূমিকা রাখার আহ্বান আসিয়ানের

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা এলাকায় মানবিক বিপর্যয় পরিস্থিতির উন্নয়নে সুচি সরকারকে প্রত্যক্ষ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠণ আসিয়ান।

সোমবার মিয়ানমারের ইয়াঙ্গুনে দেশটির নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করেন আসিয়ানভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের মানবাধিকার বিপর্যয়ের বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক উদ্বেগে কথা সুচিকে জানান পররাষ্ট্রমন্ত্রীরা।

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক অভিযোগ তোলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে মিয়ানমার। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আসিয়ানভূক্ত দেশগুলোর সঙ্গে বৈঠক আহবান করেন সুচি। সোমবারের বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বিচারবহির্ভূত হত্যার চিত্র স্পষ্ট।

সেখানে হস্তক্ষেপে মিয়ানমারের গাফিলতি পরিষ্কার হয়েছে। এদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থার চাপের মুখে, আগামী সপ্তাহে নির্বাচিত সাংবাদিকদের রোহিঙ্গা এলাকা পরিদর্শণে নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার।