রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে এই মানবিক বিপর্যয়ের সময় বাংলাদেশ সরকারের উদারতা এবং আক্রান্ত জনগোষ্ঠিকে সাহায্য পৌঁছে দেয়ার অব্যহত প্রচেষ্টার প্রশংসা করা হয়।

বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ার্ট জানান, গ্রাম পুড়িয়ে দেয়ার মতো মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে বাংলাদেশে রহিঙ্গা প্রবেশের ঘটনায় শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ব্যক্তিদের জরুরী সহায়তা প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের সাথে মার্কিন পররাষ্ট্র দফতর নিবিড় সমন্বয় অব্যহত রেখেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের অংশীদারদের মধ্যে ইউএনএইচসিআর, আন্তর্জাতিক রেড ক্রস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নাম উল্লেখ করা হয়। ২০১৬ থেকে মিয়ানমার ও সেখান থেকে বাস্তুহারা হওয়া ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা দেয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।