রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন; হাত রয়েছে সেনাবাহিনীর

রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন; হাত রয়েছে সেনাবাহিনীর

শেয়ার করুন

tzhburning_village13-10-20163বিশ্ব সংবাদ ডেস্ক:

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীর হাত রয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে  একথা বলেছে তারা। সংগঠনটি জানায়, অগ্নিকাণ্ডের সময়  সেনাবাহিনীর গাড়ি যাতায়াত করছিল এবং পাশেই সেনাসদস্যদের উপস্থিতি ছিল।

এইচআরডব্লিউ-র এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, ওয়া পেইক এলাকার অন্তত তিনশ বাড়িঘরে আগুন দেয়ার এই ছবি প্রকাশের পর, মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের আর নিজেদের আড়াল করার উপায় নেই। এসব ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এখন স্বীকার করা উচিত।

এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার পেছনে সেনাবাহিনীর হাত থাকার প্রমাণ হাজির  করেছে হিউম্যান রাইটস ওয়াচ। রোহিঙ্গা সংকট সমাধানের কোনো উদ্যোগ না নেয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি।