রোহিঙ্গাদের প্রত্যাবাসন বন্ধ করার আহবান জাতিসংঘের

রোহিঙ্গাদের প্রত্যাবাসন বন্ধ করার আহবান জাতিসংঘের

শেয়ার করুন

রোহিঙ্গা
বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন থামানোর জন্য বাংলাদেশ এবং মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আল জাজিরা এক প্রতিবেদন জানায়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে আবারো নির্যাতনের শিকার হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

মিয়ানমারে কর্মরত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়াঙ্হি লি, বাংলাদেশ এবং মিয়ানমার সরকারকে এই দ্রুত পরিকল্পিত প্রত্যাবাসন প্রক্রিয়া থামানোর জন্য এ আহ্বান জানান। লি জানান, রোহিঙ্গারা ফেরত গেলে তারা যে একইরকম নির্যাতন এবং ভয়াবহ সহিংসতার শিকার হবেন না এই বিষয়টির নিশ্চয়তা দিতে ব্যর্থ মিয়ানমার।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, যেসব রোহিঙ্গা’দের নাম প্রত্যাবাসন তালিকায় এসেছে তারা গভীর শঙ্কায় আছেন। কক্সবাজার জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের কর্মকর্তা ক্রিস মেলজের বলেন, এটা পরিষ্কার নয় যে শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য যে সব রোহিঙ্গাদের নাম মিয়ানমারের প্রত্যাবাসন তালিকায় রাখা হয়েছে সে বিষয়ে তারা অবগত কিনা। তাদের জানানো উচিত। তাদের সঙ্গে আলোচনা করা উচিত তারা আসলেই ফিরতে চায় কিনা।