সু চির প্রতিকৃতি সরিয়ে নিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

সু চির প্রতিকৃতি সরিয়ে নিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

TELEMMGLPICT000142231244_trans_NvBQzQNjv4BqQ7WNz19EjnCWyGlhqb7K15ZgEZuqvopzIaxJYI4gGTIবিশ্বসংবাদ ডেস্ক :

চলমান রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

১৯৬৭ সালে সেন্ট হিউজ কলেজ থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেন সু চি । গৃহবন্দি হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় অক্সফোর্ড। মুক্তি পাওয়ার পর, ২০১২ সালে তিনি ওই ডিগ্রি গ্রহণ করেন।

রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শান্তিতে নোবেলজয়ী সু চির সমালোচনা চলছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন- ইউনিসন গত সপ্তাহে তাকে দেওয়া সম্মাননা স্থগিত করে। সামরিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকা সু চিকে ২০০৫ সালে সম্মানসূচক সদস্যপদ দিয়েছিল ইউনিসন।