রোহিঙ্গাদের জন্য আরও ২৬২ কোটি টাকা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের জন্য আরও ২৬২ কোটি টাকা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর গঠিত তহবিলে আরও ৩২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৬২ কোটি ৩২ লাখ টাকা।

মিয়ানমারে রাখাইনদের ওপর সহিংসতা বন্ধে ট্রাম্প প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি, এমন সমালোচনার পর এই বাড়তি সহায়তার ঘোষণা আসলো। এই নিয়ে মোট ৯৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার ঘোষণা আসলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এই টাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ইউনিসেফ ও জাতিসংঘের মানবাধিকার কমিশনের তহবিলে যুক্ত হবে।

এর আগে বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দৃঢ় ও দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রে জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাইমন হেনশ বলেন, সরকার রোহিঙ্গাদের পাশে আছে এবং এই অবস্থান পরিবর্তন হয়নি।