রুহানির সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রস্তাব বিশ্বাসের অযোগ্য ও মূল্যহীন: ইরান

রুহানির সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রস্তাব বিশ্বাসের অযোগ্য ও মূল্যহীন: ইরান

শেয়ার করুন

5465বিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রস্তাব বিশ্বাসের অযোগ্য ও মূল্যহীন চাওয়া বলে মনে করে ইরান।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি একথা জানান। পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটি থেকে মিত্রদের তেল আমদানি না করার নির্দেশের পর, যুক্তরাষ্ট্রের এমন ইচ্ছা সাংঘর্ষিক।
কাসেমি জানান, দুই দেশের আলোচনার পথে এগুলোই বড় বাধা। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি মোতাহারি বলেছেন, সাম্প্রতিক অবস্থার পর যুক্তরাষ্ট্রের সমঝোতার প্রস্তাব খুবই হাস্যকর ও অপমানজনক।

তার মতে, পরমাণু চুক্তিতে ফিরে আসা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ভাবতে পারে ইরান।