রাশিয়া সীমান্তে হামলায় ইউক্রেনের সৈন্য নিহত

রাশিয়া সীমান্তে হামলায় ইউক্রেনের সৈন্য নিহত

শেয়ার করুন

Ukrane

আন্তর্জাতিক ডেস্ক।।

পূর্ব ইউক্রেনে রাশিয়া সীমান্তের কাছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে ইউক্রেনের এক সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। পূর্ব ইউরোপে যুদ্ধের তীব্র শঙ্কার মাঝে শনিবার সকালের দিকে ওই সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটল।

দুই মাসের বেশি সময় ধরে দুই দেশের সীমান্তে চলা উত্তেজনার মাঝে শনিবারের এই হামলার পেছনে রাশিয়ার সামরিক বাহিনীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হামলা বাড়তে শুরু করেছে। এতে ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কা আরও বাড়বে। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর সরকারি বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

বিচ্ছিন্নতাবাদীরা সে সময় অভিযোগ করেছিল যে, তাদের ওই অঞ্চলে কামানের গোলা, গ্রেনেড এবং মেশিনগান ব্যবহার করে চার দফায় হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তারা বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের দোনেস্ক শহরের উত্তরেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এসব বিস্ফোরণের কারণ পরিষ্কার নয়। এছাড়া এসব বিস্ফোরণের ব্যাপারে বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ অথবা কিয়েভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, শনিবার বিচ্ছিন্নতাবাদীরা অন্তত ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আগের ২৪ ঘণ্টায় লঙ্ঘন করেছিল ৬৬ বার।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, বিচ্ছিন্নতাবাদীরা ভারী গোলাবারুদ ব্যবহার করে ২০টির বেশি স্থাপনায় গোলাবর্ষণ করেছে; যা মিনস্ক চুক্তি অনুযায়ী নিষিদ্ধ।