রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

_103946312_mediaitem103946311বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স- আইএনএঅ চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া। সেজন্যই তারা বেরিয়ে আসতে চাইছেন।

বিবিসি জানায়, এই চুক্তি আওতায় মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার দূরে আঘাত আনা সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু ট্রাম্পের দাবি, ওই চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া। এ চুক্তি আরো আগেই কেন বাতিল করা হয়নি তা নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনাও করেন তিনি।

২০১৪ সালে অবশ্য ওবামা একবার রাশিয়ার বিরুদ্ধে আইএনএফ চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিলেন। যুক্তরাষ্ট্রের দাবি, নোভাটের-৯এম৭২৯ নামে মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করেছে রাশিয়া। এতে খুব সহজেই অনেক বেশি দুরত্বের দেশগুলোর ওপরও আক্রমণ চালাতে পারবে রাশিয়া। তবে রাশিয়া এই ব্যাপারে মুখ খোলেনি।