রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে দাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে দাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

_103946312_mediaitem103946311বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়ার সঙ্গে করা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়া দীর্ঘদিন ধরেই এ চুক্তি লঙ্ঘন করে আসছে। অন্যদিকে মস্কো বলছে, বিশ্ব রাজনীতিতে একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই ট্রাম্প এই চুক্তি থেকে সরে দাঁড়াতে চাইছেন।

শনিবার নেভাডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যারা চুক্তিটি ধরে রেখেছে এবং তা মেনে চলছে। কিন্তু দুঃখজনক হলো, রাশিয়া ওই চুক্তির প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। আর এ কারণেই তিনি চুক্তি থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন।

এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, ট্রাম্পের এ সিদ্ধান্ত খুবই বিপজ্জনক।