রাখাইন রাজ্যের প্রত্যেক নাগরিককে রক্ষার চেষ্টা করছে সরকার : সু চি

রাখাইন রাজ্যের প্রত্যেক নাগরিককে রক্ষার চেষ্টা করছে সরকার : সু চি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

রাখাইন রাজ্যের প্রত্যেক নাগরিককে রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার ‘এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দেশটির নেতা অং সান সু চি।

তবে রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে কোনো কিছু বলেননি তিনি। এদিকে রোহিঙ্গাদের বিষয়ে কোনো উল্লেখ না করায় পশ্চিমা বিশ্বে সু চির কড়া সমালোচনা করা হচ্ছে। এমনকি তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি তুলেছেনও কেউ কেউ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে রাখাইন থেকে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ছাড়া নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে গিয়ে এ পর্যন্ত নারী-শিশুসহ ৮৫ জন প্রাণ হারায়। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সেনা অভিযানে এ পর্যন্ত ৪ শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। যাদের বেশির ভাগই রোহিঙ্গা মুসলীম।