যুবরাজ সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা: সিআইএ

যুবরাজ সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা: সিআইএ

শেয়ার করুন

সালমানবিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি -সিআইএ।

সিআইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তুর্কি সরকারের পাঠানো রেকর্ডিং এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে এসেছেন। তারা আরও বলেন, এ রকম একটি অভিযানে বিন সালমানকে না জানিয়ে করা সম্ভব হয়নি, বরং তার ব্যক্তিগত নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়।

সিআইএর এই মূল্যায়নের প্রতিবেদন সর্বপ্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, জামাল খাশোগি হত্যার বিষয়ে সিআইএর মূল্যায়নের সঙ্গে মার্কিন কর্মকর্তারাও একমত।  তবে সিআইএ এর দাবির পর আবারও বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের কট্টোর সমালোচক জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে যাওয়ার পর নিখোঁজ হন। নানা টালবাহানার পর তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।