যুক্তরাষ্ট্র হিংস্র নেকড়ের মতো আচরণ করছে: এরদোয়ান

যুক্তরাষ্ট্র হিংস্র নেকড়ের মতো আচরণ করছে: এরদোয়ান

শেয়ার করুন

b282b60ccb244257b5c578e7ad34b74a_18বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র হিংস্র নেকড়ের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে স্থানীয় মুদ্রায় পরস্পরের সঙ্গে লেনদেন করা।

রাশিয়ার সঙ্গে ডলারের পরিবর্তে অন্য মুদ্রায় লেনদেন করার পরিকল্পনার কথা জানিয়েছেন এরদোয়ান। কিরগিজস্তানে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলেন, রাশিয়ার সঙ্গে লেনদেনে ডলার ব্যবহার না করে স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে।

ডলারের আধিপত্যকে চিরকালের মতো শেষ করে দেওয়ার বিষয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর তার জন্য দরকার নিজেদের মধ্যে নিজেদের মুদ্রা ব্যবহার করা। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। তুরস্কের পণ্যের ওপর শুল্ক আরোপ করা ও অন্যান্য কারণে তুরস্কের অর্থনৈতিক অবস্থা খারাপ।