যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বন্দুকযুদ্ধের পর ২১ মৃতদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বন্দুকযুদ্ধের পর ২১ মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

us-mexico-border-fence-reuters_650x400_61486705943বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাদক পাচারকারীদলের মধ্যে বন্দুকযুদ্ধের পর সেখান থেকে ২১টি মৃতদেহ উদ্ধার করেছে মেক্সিকোর সেনা বাহিনী।

বৃহস্পতিবার মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, টেক্সাসের ম্যাক এলান থেকে ১৭০ মাইল দুরে অবস্থিত মিগুয়েল আলেমান শহরে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বিষয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিতর্ক চলমান সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজই টেক্সাস সফরে যাওয়ার কথা রয়েছে। মৃতদেহগুলির মধ্যে বেশ কয়েকটি খুব খারাপভাবে পুড়ে গেছে।

সন্ত্রাসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত তামাউলিপাস রাজ্যের নিরাপত্তারক্ষীদের একজন মুখপাত্র মেক্সিকোর খবরভিত্তিক টিভি চ্যানেল মিলেনিওকে বলেন, তারা বৃহস্পতিবার সীমান্তে দুটি অপরাধীচক্রের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনার খবর জানতে পারেন। পরে সেখানে গিয়ে ২১টি মৃতদেহ ও ৭টি গাড়ি উদ্ধার করেন। তিনি একে মাদক পাচার রুটের নিয়ন্ত্রণ নিয়ে বিবদমান দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা হিসেবে উল্লেখ করেন।

সেখানকার মাদক পাচারকারী গোষ্ঠীগুলির মধ্যে মার্কিন সীমান্তের উপর নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধের কারণে এলাকাটি সন্ত্রাস প্রবণ হয়ে উঠেছে।