যুক্তরাষ্ট্র ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে ব্যর্থ হবে: রাশিয়া

যুক্তরাষ্ট্র ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে ব্যর্থ হবে: রাশিয়া

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র একা ইসরায়েল-ফিলিস্তিনের সংকট সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি এই মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবরটি প্রকাশ করা হয়েছে। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্ব আমরা জানি। তাদের ছাড়া এই সংকট সমাধান সফল হবে না। কিন্তু তাদের বোঝা উচিত, তারা একা কোনও সমাধান করতে পারবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সংকট সমাধানে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলিতভাবে আরব লিগের সঙ্গে বসতে পারে। এছাড়া, ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ল্যাভরভ বলেন, ফিলিস্তিনের সঙ্গে যেমন সম্পর্ক রয়েছে তেমনি ইসরায়েলের সঙ্গেও। তাই রাশিয়া চায়, এমন কোনও সমঝোতায় পৌঁছাতে যাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বার্থ হানি না হয়।