যুক্তরাষ্ট্র-কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু, পিয়ংইয়ংয়ের নিন্দা

যুক্তরাষ্ট্র-কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু, পিয়ংইয়ংয়ের নিন্দা

শেয়ার করুন

29906170001_5546296041001_5546279653001-vsবিশ্বসংবাদ ডেস্ক :

যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়া। অবশ্য এই মহড়ার নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে পারমানবিক হামলার হুমকি থেকে গত সপ্তাহে সরে আসে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের দিকে নজর রাখা হচ্ছে বলে পিয়ংইয়ং এর পক্ষ থেকে বলা হয়।

এই মহড়াকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিরক্ষামূলক বলা হলেও, উত্তর কোরিয়া একে আক্রমনাত্মক বলে উল্লেখ করছে। গত জুলাই মাসে উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা বন্ধের বিনিময়ে এই যৌথ মহড়া স্থগিতের প্রস্তাব করেছিল চীন ও রাশিয়া। কিন্তু এই মহড়া স্থগিত করে সমঝোতার টেবিলে বসার প্রস্তাব উড়িয়ে দেন মার্কিন জয়েন্ট চীফস অব স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড। ১০ দিনের এই মহড়ায় ১৭ হাজার ৫০০ মার্কিন সেনা অংশ নিচ্ছেন।