যুক্তরাষ্ট্রে হামলার জন্য চীন বৈমানিকদের প্রশিক্ষণ দিচ্ছে

যুক্তরাষ্ট্রে হামলার জন্য চীন বৈমানিকদের প্রশিক্ষণ দিচ্ছে

শেয়ার করুন

_100360237_usparadeবিশ্বসংবাদ ডেস্ক :

চীন সক্রিয়ভাবে দূর পাল্লার বোমারু বিমান নির্মাণে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষবস্তুতে আঘাত হানতে তাদের বৈমানিকদের প্রশিক্ষণ দিচ্ছে। যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে প্রকাশিত এক নতুন প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত চীনের সেনাবাহিনী গত তিন বছর যাবত সমুদ্র থেকে তাদের বোমা বর্ষণের সক্ষমতা বৃদ্ধি করেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন লক্ষবস্তুতে হামলা চালাতে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।

বিগত বছরগুলোতে চীনা সামরিক বাহিনীর অগ্রগতি নিয়ে পেন্টাগনের বিস্তারিত রিপোর্টটি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। চীন তাদের দূর পাল্লার বোমারু বিমানগুলোকে পারমাণবিক বোমা বর্ষণে সক্ষম করে নির্মাণ করছে এবং চীনা সেনাবাহিনী নতুন করে নিউক্লিয়ার মিশন শুরু করেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়।

এরই মধ্যে ওই বোমারু বিমানগুলো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। আগামী ১০ বছরের মধ্যে দূর পাল্লায় পারমাণবিক বোমা বর্ষণে সক্ষম বিমানগুলো সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয় ওই রিপোর্টটিতে।